মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ব্যাপক বন্যা; নিহত ৫
শেখ আশরাফুল ইসলাম 30 August, 2025 02:12 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের রোদাত, হাসকা মিনা এবং চাপারহার জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দূর্যোগে প্রাণ হারিয়েছে ৫ জন।
শনিবার (৩০ আগস্ট) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
আফগান সরকারের নাঙ্গারহার তথ্য ও সংস্কৃতি বিভাগের তথ্য প্রধান সাদিকুল্লাহ কুরাইশির মতে, এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় হাজার হাজার একর কৃষিজমি, প্রধান সড়ক এবং বেশ কয়েকটি জলাধার ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আরিয়ানা নিউজ